Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারীকে সোমবার (৯ জুলাই) আছরবাদ সফরমালী হাই স্কুল সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। চাঁদপুর সদরের পশ্চিম কল্যান্দী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারী রোববার রাত ১২ টা ৩০ মি.বিষুদি এলাকায় ভাড়া বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না……রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৭১ সালে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি স্বাধীনতাযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি বেশ ক’বার মুক্তিযোদ্ধা থানা কমান্ডারের দায়িত্ব পারন করন। এ ছাড়াও তিনি তার এলাকায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

মরহুমের নামাজের ১ম জানাজা বাদ যোহর আউটার স্টেডিয়ামে এবং ২য় জানাজা বাদ আছর সফরমালী হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদাসহ অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম বেপারী ৫ মে ১৯৪৮ সালে পশ্চিম কল্যান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বন্দে আলী বেপারী ও মাতার নাম ছিল হাছিনা বেগম। বর্তমানে তার ২ মেয়ে, ২ পুত্র ও স্ত্রী রেখে রেখে গেছেন।

eপ্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ৯ জুলাই ২০১৮,সোমবার
এজি

Leave a Reply