Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বিষ্ণপুরে জরাজীর্ণ ভবনে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান
বিষ্ণপুরে জরাজীর্ণ ভবনে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান

বিষ্ণপুরে জরাজীর্ণ ভবনে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান

চাঁদপুর সদরে উত্তর পশ্চিম বিষ্ণুপুর স. প্রা.বিদ্যালয় ভবনটি এখন জরাজীর্ণ। যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এতে স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের বাবা-মা ভয়ে স্কুলে তাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৭৩ সালে ও জাতীকরণ করা হয় ২০১৩ সালে ।

বিদ্যালয় ভবনটি নির্মাণ হয় ১৯৮৪ সালে । ক্লাস ও অফিস রুম ৪টি । পানির কোনো ব্যবস্থা নেই। অকেজো বাথরুম । বিদ্যালয়ে ৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে ।

বিদ্যালয়ের বিভিন্ন রুমের ভেতরে বড় আকারের ফাটল ও মাঝে মাঝে দেয়াল ও ছাদ থেকে আস্থর ঝরে পড়ে । নেই দরজা , নেই জানালা ও বেহাল দশায় পড়ে আছে বিষ্ণপুর স. প্রা.বিদ্যালয়টি।দেখার যেন কেউ নেই ।

এ ব্যাপারে ভারপাপ্ত প্রধান শিক্ষিকা রাশিদা বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি এ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের বিষয়ে কয়েক বার চিঠি দিয়েছি। আমরা ভয়ে ক্লাস নিচ্ছি।’

বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম চাঁদপুর টাইমসক বলেন, ‘আমি বিদ্যালয়ে গিয়ে কয়েক বার পরিদর্শন করেছি । বিদ্যালয় টির অবস্থা আশংকাজনক । যে কোনো মহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি প্রাথমিক শিক্ষা অফিসে জানিয়েছি । এ জরাজীর্ণ বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ।’

Leave a Reply