Home / চাঁদপুর / বিভাগীয় রোডমার্চ সফল করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ
রোডমার্চ

বিভাগীয় রোডমার্চ সফল করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণ

এক দফা দাবি আদায়ে কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

রোড মার্চ সফল করতে ৫ অক্টোবর বৃহস্পতিবার গাড়ি বহর নিয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা রোডমার্চে যোগদান করেন।

রোডমার্চ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের যোগদান

সদস্য সচিব ইব্রাহীম জুয়েল জানান, ‘এবার নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। তাদের বিনা ভোটে ক্ষমতা যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি একজোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে তারা ভয় দেখায়। ভয়ে কোনও কাজ হবে না।’

এদিকে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী রোড মার্চের বহরে যোগ দেন। রাস্তার দুই ধারে দাড়িয়ে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা রোড মার্চের বহরকে স্বাগত জানান।

এদিকে বুধবার রাত থেকেই ঝরছিল গুড়ি গুড়ি বৃষ্টি, যা সকালে শুরু হয় মুষলধারে। বৃষ্টির মধ্যেই উদ্বোধনী সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে বৃষ্টি থেমে গেলে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। মহাসচিবের বক্তব্যের পর প্রায় ১৫৫ কিলোমিটার পথে শুরু হয় রোড মার্চ।

রোড মার্চকে ঘিরে এ মহাসড়কের কুমিল্লা পর্যন্ত ফেনী অংশে জেলাসহ সবকটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় তারা সরকার পতনের নানা স্লোগানে ব্যানার, ফেস্টুন নিয়ে মহাসড়কের দু’পাশে সমবেত হন।

স্টাফ করেসপন্ডেট, ৫ অক্টোবর ২০২৩