Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে ষ্টীল ব্রীজের গোড়ায় মাটি সরায় বিপর্যয়ের সম্ভাবনা
Bridge
ছবিটি দুদিন আগের তোলা ; বর্তমানে গর্তটি আরো বড় হয়েছে ।

চাঁদপুর সদরে ষ্টীল ব্রীজের গোড়ায় মাটি সরায় বিপর্যয়ের সম্ভাবনা

চাঁদপুর সদরের বিটি সড়কের ষ্টীল ব্রীজের গোড়ায় মাটি পড়ে যাওয়ায় বিপর্যয় বা দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

চাঁদপুর সদরের উত্তরে সফরমালী উচ্চ বিদ্যালয় ও বাজারের উত্তর দিকে বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খান বাড়ি ও আঠিয়া বাড়ির পাশে ষ্টীল ব্রীজের উত্তর-পূর্ব মাথায় বৃষ্টির পানিতে ষ্টীল ব্রীজের গোড়ার মাটি সরে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন । বেশ কদিন যাবত গর্ত হওয়া ও গত রাত ও আজ রোববার বৃষ্টির কারণে গর্তের পরিধি আরো বেড়ে যায়। তাই যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আরও বৃষ্টিপাত হলে রাস্তা ব্রিজ থেকে আলাদা হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে ।

এ সড়কে প্রতিদিন শত শত অটো , সিএনজি ঢাকাগামী প্রাইভেট কার ও বাজারে আসা মালামাল বোঝাই পিকাপ মারাত্মক দুর্ঘটনায় পতিত হতে পারে।

বিশেষ করে রাতে যেকোনো ধরনের গাড়ি গর্তে পড়ে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে । যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা আবেদন জানিয়েছেন।

সিনিয়র করেসপন্ডেন্ট , ১৯ সেপ্টেম্বর ২০২১
েএজি