Home / সারাদেশ / বিআরটিএ’র দুর্নীতি রোধে বদলি হচ্ছে কর্মকর্তারা!
বিআরটিএ’র দুর্নীতি রোধে বদলি হচ্ছে কর্মকর্তারা!

বিআরটিএ’র দুর্নীতি রোধে বদলি হচ্ছে কর্মকর্তারা!

বিআরটিএ অফিসে দুর্নীতি প্রতিরোধে তিন বছরের অধিক যেসব কর্মকর্তা একই অফিসে কর্মরত রয়েছেন তাদের বদলীর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। এ ছাড়াও বিআরটিতে কোনভাবেই দালালের দৌরাত্ব্য হতে দেওয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ জুলাই) দুপুরে শাকতলা সড়ক ভবনের কুমিল্লা জোনের সভা কক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, অতিরিক্ত ওজনের ফলে দেশের বেশীর ভাগ রাস্তা নষ্ট হচ্ছে। অতিরিক্ত লোড নিয়ন্ত্রণে আগামী ১ বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৩টি স্কেল বসানোর ব্যবস্থ্রা গ্রহণ করা হবে। তাছাড়া প্রতিটি বিআরটিএ অফিসে টাকা জমা দেয়ার জন্য বিভিন্ন ব্যাংকের বুথ চালু করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

এ সময় সড়ক সার্কেল কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন আলো চাকমা, সড়ক ও জনপথ বিভাগ কমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চাঁদপুর বিআরটিএর ট্রাফিক ইনেসপেক্টর জিয়া উদ্দিন,

চাঁদপুর ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টুসহ কুমিল্লা জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে পুলিশের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লা থেকে ফিরে, শরীফুল ইসলাম

Leave a Reply