Home / উপজেলা সংবাদ / বাল্যবিয়ে নারী নির্যাতন ইভটিজিং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে
বাল্যবিয়ে নারী নির্যাতন ইভটিজিং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে
শাহরাস্তি : উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময়সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

বাল্যবিয়ে নারী নির্যাতন ইভটিজিং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :

১৪ জুলাই মঙ্গলবার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশানের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘জনগণের কথা শুনে সমস্যার সমাধান করা আমার মুখ্য উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘মাদক, বাল্যবিয়ে, নারী নির্যাতন, ইভটিজিং, ফরমালিনের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের যুদ্ধ ঘোষণা করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই। প্রয়োজনে সুপারিশকারীকেও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘প্রয়োজনে আপনাদের সাথে বছরে একাধিকবার মতবিনিময় করা হবে। আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে আমরা জানতে পারবো। আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে উপজেলা ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য কাজ করা হবে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের ভবনের কাজ করবো।’

তিনি বলেন, ‘এ উপজেলা হযরত শাহরাস্তি (রা.)-এর পবিত্র ভূমি। আপনাদের সৌভাগ্য এখানকার সংসদ সদস্য একজন সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল মাসুদের সভা পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, শাহরাস্তি পৌর মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. আবুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তির সহকারী কমিশনার ভূমি মোসা. জেসমিন আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, মেহের ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, ডা. মানিক লাল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান হাবিবুর রহমান পাটওয়ারী, সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটওয়ারী, সূচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, সাংবাদিক জাকির হোসেন খান, ডাইরেক্টর আবদুস ছাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি শাহজাহান পাটওয়ারী, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা সঙ্গীত একাডেমীর পরিচালক শাহ এনামুল হক কমল প্রমুখ।

মতবিনিময়সভায় উপজেলার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:০১ অপরাহ্ন, ২৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  মঙ্গলবার ১৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি