Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদিতে বাংলাদেশি দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
sosoro bahini di

সৌদিতে বাংলাদেশি দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ পালন করেছে । রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অভিজাত তোইক প্যালেসে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এয়ার ডিফেন্সের মেজর জেনারেল গাজি মোহাম্মেদ আল-শেখ। এছাড়া অনুষ্ঠানে রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের মিশনসমূহের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাচে, কূটনৈতিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণও যোগদান করেন।

রাষ্ট্রদূত গোলাম মসীহ দিবসটি উপলক্ষে আগামি দিনগুলোতে সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী, ইকোনমি কাউন্সেলর ড. মোহাম্মদ আবুল হাসান, এইচওসি ড. ফরিদউদ্দিন আহমেদ, প্রেস উইং সচিব ফখরুল ইসলাম অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। এসময় দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব
: আপডেট, বাংলাদেশ ১১ : ১৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply