Home / চাঁদপুর / চাঁদপুর পৌরসভার নির্দেশে ৫০টি অবৈধ অটোবাইক ভাংচুর
Bangchor

চাঁদপুর পৌরসভার নির্দেশে ৫০টি অবৈধ অটোবাইক ভাংচুর

চাঁদপুর শহরের ৭টি স্থানে ৫০টি অবৈধ অটোবাইক ও অটোরিক্সা ভাংচুর করেছে চাঁদপুর পৌর লাইসেন্স বিভাগ ও কর আদায়কারী কর্মকতা এবং কর্মচারিবৃন্দ।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে ৩টা থেকে ৫ টা পর্যন্ত চাঁদপুর শহরের পালবাজার গেইট, শপথ চত্বর, নতুনবাজার মোড়, ওয়ারলেস মোড়, পুরাণবাজার ব্রীজের মোড়, লোহারপুল এবং নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পৌরসভার কমচারীবৃন্দ শহরের চলমান অবৈধ অটোবাইক ও অটোরিক্সা আটক করে এবং মোটর ভাংচুর করে ।

এ বিষয়টি চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছিরউদ্দিন আহমেদ মহোদয়ের নির্দেশেই আমরা এ অভিযান পরিচালনা করেছি। শহরের যানজটমুক্ত করতে মেয়রের নির্দেশেই এ অভিযান অব্যহৃত থাকবে । শহরে কোন অবৈধ অটোবাইক ও অটোরিক্সা চলাচল করতে দেয়া হবে না।

চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ রফি রাসেল, রফিকুল ইসলাম, কর আদায়কারী ফিরোজ আলম, খোরশেদ পাটওয়ারী, সহকারী কর আদায়কারী এনায়েত হোসেন, সহকারী এসওআর মোঃ শাহরিয়ার এবং মনির হোসেনের নেতৃত্বে পৌরসভার প্রায় ৫০ জন কর্মকতা-কর্মচারীবৃন্দ এ অভিযানে অংশ নেন ।

অভিযানের খবর শহরে চলমান অনেক অবৈধ অটোবাইক ও অটোরিক্সা চালক পালিয়ে যায়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply