Home / চাঁদপুর / বাংলাদেশ উৎপাদন ব্যবস্থপনা, বিপনণ, ফিন্যান্স ব্যাকিং ও বীমা পরিষদের দাবি আদায়ে মানববন্ধন
বাংলাদেশ উৎপাদন ব্যবস্থপনা, বিপনণ, ফিন্যান্স ব্যাকিং ও বীমা পরিষদের দাবি আদায়ে মানববন্ধন

বাংলাদেশ উৎপাদন ব্যবস্থপনা, বিপনণ, ফিন্যান্স ব্যাকিং ও বীমা পরিষদের দাবি আদায়ে মানববন্ধন

ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন/ফিন্যান্স ব্যাকিং ও বীমা বিষয়ে কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন রোববার দুপুর ১২ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উৎপাদন ব্যবস্থাপনা, “বিপনণ, ফিন্যান্স ব্যাকিং ও বীমা পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন শেষে বক্তারা বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরেও আজ আমরা আমাদের দাবিগুলো আদায়ে মানববন্ধন করেছি। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো কেন পূরণ করা হচ্ছে না তার জবাব চাই।”

দাবিগুলো না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের জেলা সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রবীর দেবনাথ (অপু), সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেল আলম, সদস্য এন এইচ এম ফেরদৌস নূর (মারুফ), জসিম উদ্দিন, সোহরাব সোহেল, জাবেদ মিয়ানদাদ, নজরুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন, মাহবুব হোসেন শাওন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট|| আপডেট: ০৭:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার

এমআইএ/ এমআরআর