Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধ : অর্ধশতাধিক গাছকাটার অভিযোগ
ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধ : অর্ধশতাধিক গাছকাটার অভিযোগ

ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধ : অর্ধশতাধিক গাছকাটার অভিযোগ

মঙ্গলবার, ০৯ জুন ২০১৫  ০৯:৫২ অপরাহ্ন

সানাউল হক, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের হামছাপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে ওয়ারিশের সম্পত্তি নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জেরে অর্ধশত ফলজ ও বনজ গাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মোহাম্মদ হোসেন বাদী হয়ে মোঃ দুলাল মিয়া পাটওয়ারী (৪০), পিতা- মৃত শামছল হক পাটওয়ারী ও রোকসানা বেগম(৩৫) কে আসামী করে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৪ জুন সকালে উপজেলার গুপ্টি ইউনিয়নের ২৫৬ নং গুপ্টি মৌজার, সিএস ১৬০ খতিয়ানভুক্ত, ৪৬৬ দাগের ৯শতক সম্পত্তির উপরে থাকা বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ ৪০/৪৫ টি গাছ কর্তন করে মোঃ দুলাল মিয়া পাটওয়ারী (৪০), পিতা- মৃত. শামছল হক পাটওয়ারী ও রোকসানা বেগম (৩৫)। মোহাম্মদ হোসেন তাদের কাছে গাছকাটার কারণ জানতে চাইলে দুলাল মিয়া পাটওয়ারী ও তার স্ত্রী রোকসানা বেগম ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় গালমন্দ করে দা-ছেনি সাথে নিয়ে মামলার বাদী পক্ষের লোকজনকে মারতে আসে। এ সময় বাড়ির আশপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। সবার উপস্থিতিতে দুলাল মিয়া পাটওয়ারী মোহাম্মদ হোসেন ও তার মেয়েদেরকে হুমকিধমকি দিতে থাকে এবং তাদের বসতঘরে হামলা করে।

এ বিষয়ে মোহাম্মদ হোসেন চাঁদপুর টাইমস প্রতিনিধিকে বলেন, ‘যদি আমি আমার এই জায়গায় ভোগদখলে যাই তাহলে আমাকে ও আমার মেয়েদের মেরে লাশ গুম করে ফেলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয় দুলাল মিয়া পাটওয়ারী।’

ক্ষোভে ও দুঃখে মোহাম্মদ হোসেন কেঁদে উঠে বলেন, ‘আমার মা-মরা মেয়ে দুটোকে বুকে আঁকড়ে ধরে পৈত্রিকভাবে পাওয়া সম্পত্তিতে বসবাস করে আসছি। এছাড়া গত ক’দিন পূর্বে দুলাল মিয়া ও তার স্ত্রীসহ আমাকে মারতে আসলে পাশের ঘরের বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিকের কলেজপড়ুয়া মেয়ে ও তার মাসহ বাড়ির লোকজন আমাদেরকে রক্ষা করতে আসলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দুলাল এবং দুলালের স্ত্রী।’

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, দুলাল বর্তমানে আদালতে একাধিক মামলার হাজিরা দিচ্ছে এবং সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। দুলাল ও তার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হামছাপুর পাটওয়ারী বাড়ির লোকজন।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না