Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শিক্ষার্থীদের স্কুলে তালা !
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের স্কুলে তালা !

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের স্কুলে তালা !

ফরিদগঞ্জের সন্তোষপুর হাই স্কুলে নির্বাচনি পরীক্ষায় অনুতীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের দাবিতে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে (১২ নভেম্বর) রোববার সকালে শিক্ষার্থীরা। স্কুলের শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় থাকার কারণে রোববার বিদ্যালয়ের সকল শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নির্বাচনি পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও মাত্র ১৯ জন শিক্ষার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হয়। নিয়মিত ১৯ ও অনিয়মিত ২৪ জনসহ ৪৩ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার পরম পূরণের সুযোগ দেয়ার দাবিতে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে তালা লাগিয়ে দেয়। শ্রেণিকক্ষ বন্ধ থাকার কারণে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের বাহিরে ঘোরাঘুরি করতে দেখা যায়।

এ সর্ম্পকে ক’জন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ফরম পূরণের সুযোগ দেয়ার জন্যে তারা বিদ্যালয়ে তালা দিয়েছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, বিদ্যালয়ে শিক্ষার অবস্থা খুবই খারাপ। ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন শিক্ষার্থী পাস করে। সুতরাং শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কি পড়ান ? এতো ফেল করে কীভাবে? আর এ অবস্থার জন্যে তিনি বিদ্যালয়ের প্রধানশিক্ষককে দায়ী করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান বলেন,‘এলাকার একটি মহল নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট করার প্রয়াসে অকৃতকার্য শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।’

অপরএক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে বিদ্যালয়ের সকল সিদ্ধান্ত নেয়া হয়।’ এছাড়াও বোর্ডের নিদের্শনা অনুযায়ী ফরম পূরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রতিবেদক :আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৬:৪০ পিএম,১২ নভেম্বর ২০১৭, রোবার
এজি

Leave a Reply