ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে একুশে বই মেলা শুরু

চাঁদপুর ফরিদগঞ্জে পাঁচ দিন ব্যাপি একুশে বই মেলা রোববার বিকালে শুরু হয়েছে। উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাষক(সার্বিক) উপসচিব মো:শওকত ওসমান।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মো: আলী আফরোজের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, সহকারি কমিশনার(ভুমি)মমতা আফরিন, থানা অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধুরী।

ফরিদগঞ্জ এ আর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রিনা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্ল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। মেলায় বিভিন্ন প্রকাশনি , পুস্তক বিক্রেতা, লেখক সংগঠন অংশ গ্রহণ করে। সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম
১৮ ফেব্রুয়ারি,২০১৯

Share