Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আমের মুকুলে নুইয়ে পড়ছে গাছ
Mukul

ফরিদগঞ্জে আমের মুকুলে নুইয়ে পড়ছে গাছ

“আমের বছর বান, তেঁতুলের বছর ধান” অথ্যাৎ যে বছর আমের ফলন বেশি হয় সে বছর ঝড় তুফান বেশি হয়। আর যে বছর তেঁতুল বেশি হয় সে বছর জমিনে অধিক পরিমাণ ধান হয়।

এ কথাটির সত্যতা থাক বা না থাক এবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের প্রত্যেকটি আম গাছে মুকুলের ভারে নুয়ে পড়ছে।

মুকুলের মৌ মৌ গন্ধে বাতাশে ছড়াচ্ছে এক মোহনিয় গন্ধ, মৌমাছিরা গুন গুন শব্দে জানান দিচ্ছে মধু মাসের আগমনি বার্তা। ফরিদগঞ্জের প্রত্যন্তাঞ্চলের প্রতিটি গ্রামে যে দিকেই নজর যায় প্রতিটি আম গাছে মুকুলের হলদে আভার এক মোহনিয় দৃশ্য চোখে পড়ে।

কোন কোন গাছে অতিরিক্ত মুকুলের ভারে ঢাল নুয়ে পড়ছে। যদিও এসব অঞ্চলে পরিকল্পিত ভাবে আমের বাগান গড়ে উঠেনি একটিও।

গ্রামের কৃষকেরা বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে, বাগানে যে যেভাবে পাড়ছে আম গাছের ছারা রোপন করে পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় হতে সচেষ্ঠ থেকেছে।

বছরে একবার হলেও নিজের এবং পরিবারের সকল সদস্যদের আমের মত সু-স্বাদু এ মৌসুমী ফলটির যোগান দিচ্ছে।

তাই বলা চলে এ বছর আমের যে হারে মুকুল এসেছে সামনের দিনগুলোতে প্রাকৃতিক ঝড় যঞ্চা মোকাবেলা করে যদি আম টিকে যায় তাহলে এবার ফরিদগঞ্জে আমের ফলন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে বলে মনে করছেন অনেকেই।

প্রতিবেদক- এবি ছিদ্দিক
আপডেট, বাংলাদেশ সময় ১০:১৫ পিএম, ৪ মার্চ ২০১৮, রোববার
ডিএইচ