Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অসহায়দের খোঁজে ইউএনও
করোনা ভাইরাস

ফরিদগঞ্জে অসহায়দের খোঁজে ইউএনও

করোনা ভাইরাস নিয়ে দেশে চলমান দুঃসময়ে জীবনের ঝুঁকি থাকা সত্বেও কোন কিছুই তোয়াক্কা না ইউএনও শিউলী হরি অসহায়দের খোঁজে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন। জনস্বার্থে প্রতিদিনই ওই ইউএনও রাস্তায় বের হচ্ছেন।

মানুষকে বলছেন ঘরে থাকতে। অথচ তিনিই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে কর্মহীন মানুষ খুঁজেখুঁজে তাদের হাতে বিনামূল্যে সরকারি ১০ কেজি করে চাল নিজহাতে বিতরন করেছেন। শুধু তাই নয়, ব্যক্তিগত টাকায় অসহায়দের সহযোগিতা ও করছেন তিনি।

২৯ মার্চ রোববার উপজেলার ৯নং গোবিন্দপুর, ১১ নং চরদুঃখিয়া, ১২নং চরদূঃখিয়া ও ১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়নের বাজার ও পাড়া মহল্লায় গিয়ে করোনা ভাইরাস সর্ম্পকে সকলকে সচেতন করেন।

এসময় ইউএনও সকলের উদ্যেশে বলেন, কারো ঘরে খাবার সামগ্রী না থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের ঘরে খাদ্য পোঁছে দিব আপনারা ঘরে থাকুন পরিবার পরিজনকে সুস্থ রাখুন।

জনস্বার্থে ইউএনও শিউলী হরির নানামুখী মহতী উদ্যোগ দেখে ফরিদগঞ্জের সর্ব শ্রেনীর মানুষের কাছে তিনি নিজ কর্ম গুনে প্রিয় হয়ে উঠছেন।

শিমুল হাছান,৩০ মার্চ ২০২০