Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ‘নির্মাণাধীন ভবন’ ভাঙ্গার অভিযোগ
ফরিদগঞ্জে ‘নির্মাণাধীন ভবন’ ভাঙ্গার অভিযোগ

ফরিদগঞ্জে ‘নির্মাণাধীন ভবন’ ভাঙ্গার অভিযোগ

ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের খান বাড়ি (খাসের বাড়ি) তে নির্মাণাধীন ভবন ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে । একপক্ষ শুধু ভবন ভেঙ্গেই ক্ষান্ত হয়নি তারা বসতঘরে লুটপাটও চালিয়েছে । এ ঘটনায় ফরিদগঞ্জ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করে নি বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ধানুয়া ঈদগাহ সংলগ্ন (খান বাড়ি) খাসের বাড়ির মৃত.লুৎফর রহমানের পরিবারের সদস্যদের সাথে মৃত.আবুল হোসেনের পরিবারের সদস্যদের পৈত্রিক সম্পত্তির ভাগ বন্টন নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছিলো। এ নিয়ে উভয় পক্ষই আদালতে মামলা দায়ের করে।

ঘটনার বিবরণে জানা যায়, আদালতে মামলা চলমান অবস্থায় মৃত.আবুল হোসেনের ছেলেরা নির্মাণাধীন ভবনের ফিলার ও ইটের গাধুনী ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়।এ ছাড়া পাশ^বর্তী আরেকটি বসতঘরের বেড়ার টিন কুপিয়ে দেয়। ভেঙ্গে ফেলা ভবনের আশ-পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইটের স্তুূপ।

এ সর্ম্পকে মৃত.লুৎফর রহমানের স্ত্রী আছিয়া বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, ‘ শনিবার (১৩ মে) সকালে মৃত.আবুল হোসেনের ছেলে গিয়াস উদ্দিনের নির্দেশে তার সহোদর দু’ভাই শাহাজাহান (৪০) ও আলাউদ্দিন (৩৫) ১৫/২০ জন লোক এনে আমাদের নির্মাণাধীন ভবন ভেঙ্গে ফেলে। এ সময় তারা আমাকেও বেদম মারধর করে। তিনি আরো বলেন,এরা ভবন ভেঙ্গেই ক্ষান্ত হয়নি, আমাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।’

ঘটনাস্থলে উপস্থিত ইউপি মেম্বার ওসমান গনি বলেন,‘ বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্পত্তিগত বিরোধটি মিমাংসা হবে আদালতে । নির্মাণাধীন ভবন ভেঙ্গে ফেলা খুবই দুঃখজনক বলে তিনি মতামত দেন।’

এ দিকে অন্যপক্ষের (মৃত.আবুল হোসেনের পরিবারের) লোকজনকে খুঁজে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ থানার ইনচার্জ মো.শাহ আলম বলেন, ‘ভবন ভাঙ্গার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ১৫ পিএম, ১৩ মে ২০১৭,শনিবার
এজি

Leave a Reply