Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন
farrkkabad

ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উদযাপন

চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে সোমবার ১৬ ডিসেম্বর সকালে মহত্মা গান্ধী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ড.মোহাম্মাদ হাসান খানের সভাপতিত্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী। আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস পালিত হয়।

প্রধান অতিথির বক্তব্য সুজিত রায় নন্দী বলেন,‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আজ ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযোদ্ধারা। বুকের তাজা রক্ত ঝড়িয়ে অর্জিত এ বিজয়। আজকের এ মহান বিজয় দিবসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের প্রতি।’

তিনি বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বপ্ন ছিলো একটি সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরনে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে শেখ হাসিনার নেতৃত্বে।’

সুজিত রায় নন্দী বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন নারী ক্ষমতায়নে এগিয়ে, বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ,শিক্ষাব্যবস্থা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন।’

শিক্ষার্থীদের উদ্দেশ্য সুজিত রায় নন্দী বলেন,‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। পড়াশুনো করে সোনার মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির ড.মোহাম্মাদ হাসান খান বলেন,‘বিজয় দিবস বাঙ্গালি জাতির জীবনে এক আনন্দের দিন। এই দিনটি সত্যিই বাঙালি জাতীর জন্য অহংকারের দিন। এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিলো বীর বাঙালির সামনে।’অনুষ্ঠানে তিনি স্বাধীনতা দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান।

কলেজের প্রভাষক বি এম জাহাঙ্গীর আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শান্তি রঞ্জন দে,হাফিজুর রহমান,দীলীপ চন্দ্র দাস,হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান রেজাউল ইসলাম,ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শাহ আলম টিপু, অর্থনীতি বিভাগীয় প্রধান মহিনউদ্দিন আহমেদ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান শেখ খাদিজা,প্রভাষক দুলাল আহমেদ,ফয়েজ আহমেদ,আবুল বাশার,শুভঙ্কর দে,মাইনউদ্দিন চৌধুরী, আ.সালাম,শাহানাজ আক্তারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম ,১৬ ডিসেম্বর ২০১৯