Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘প্রশাসনের সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে’
‘প্রশাসনের সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে’

‘প্রশাসনের সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে’

চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব) মো: রুহুল আমিন বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরা আপনাদের সকলের দায়িত্ব । উপজেলা প্রশাসনের সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। সারাদেশের উন্নয়ন কর্মকান্ড যে ভাবে অব্যাহত আছে চাঁদপুরের মতলব দক্ষিনের কোন অংশে কম নয়।

মঙ্গলবার ২২ নভেম্বর বিকেলে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন অফিস পরির্দশন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

উপজেলা নির্বাহী আফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, সহকারী কমিশনার (ভূমি)কানিজ ফাতেমা, মতলব দক্ষিণ থানার অফিসার ইন-র্চাজ মো: কুতুব উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খান, সমবায় অফিসার আনোয়ার হোসেন, জন স্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কমর্ককর্তা মাহবুবুল আলম,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রোটা. আবদুল হাই, মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

এর আগে বিকেল বিভাগীয় কমিশনার মো: রুহুল আমীন মতলব দক্ষিণ উপজেলা পরিষদে এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‘প্রশাসনের সকল দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে’

About The Author

প্রতিবেদক- মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ

Leave a Reply