Home / চাঁদপুর / প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের বিদায় সংবর্ধনা
sattar

প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের বিদায় সংবর্ধনা

চাঁদপুর পেীরসভার পশ্চিম বিঞ্চুদী পৌর প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়ার বিদায় সংবর্ধনা মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আক্তার হোসেন মাঝি।

বিশেষ অতিথি দাতা সদস্য আব্দুল লতিফ চৌধুরী, পৌরসভা শিক্ষা বিভাগের আহবায়ক কাউন্সিলর আয়শা রহমান, পৌর সভার শিক্ষা কর্মকর্তা আবদুল ওহাব মিয়া,সাবেক কাউন্সিলর চাঁন মিয়া মাঝী, আলহাজ¦ আলমাছ মোল্লা,দেলোয়ার হোসেন দুদু মোল্লা, হাসান আলী উচ্ছ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আবদুল মালেক, আমিনুল ইসলাম মোল্লা, স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা পারভিন লাকী।

আলমগীর হোসেন মৃধা মাঝীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন,স্কুলের প্রাক্তন ছাত্র মো.শহিদ উল্লাহ চৌধুরী, হরুনুর রশিদ জাকির, মনির হোসেন তালুকদার, কিবরিয়া আলমগীর অরিন, মো. রাজু গাজী, অনুষ্ঠানে বিদায়ী অতিথির জন্য স্বরনীকা পাঠ করেন প্রাক্তন ছাত্রী রাশেদা আলমগীর লিপি।

প্রধান অতিথি বলেন, ‘প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়া ৭১’এ দেশ মাতৃকাকে মুক্ত করতে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে অস্ত্রহাতে যুদ্ধকরে যেমন দেশকে মুক্ত করেছিলেন, তেমনি স্বাধীন দেশে নিরক্ষতার বিরুদ্ধে কলম হাতে যুদ্ধকরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ছিলেন।
আব্দুস ছাত্তার ভূঁইয়াদের ঋণ আমরা প্রজন্মরা কোনো দিন ভুলবোনা। তিনি আমাদের মাঝে চিরকাল অমর-অম্লান হয়ে বেঁচে থাকবেন।’

আলোচনা শেষে বিদায়ী প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ভূঁইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের আয়োজক স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার ভূঁইয়ার সাথে সাবেক বিদায়ী আরো ৪ শিক্ষকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন,বিদায়ী শিক্ষক আবুল বাশার বেগ,গফুর গাজী, মোশারফ হোসেন ও মরণত্তোর সন্মননা ক্রেস্ট তুলেদেন মরহুম শিক্ষক আব্দুল হালিম মাস্টারের ছেলে সোহেলের হাতে।

প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম,১৪ নভেম্বর ২০১৭,
এজি

Leave a Reply