Home / চাঁদপুর / চাঁদপুরের ব্র্যান্ডিং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে : পর্যটন চেয়ারম্যান
Porjoton chairman

চাঁদপুরের ব্র্যান্ডিং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে : পর্যটন চেয়ারম্যান

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেছেন, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। বাংলাদেশর মধ্যে চাঁদপুর ব্র্যান্ডিং অন্যতম। এখানে ব্যান্ডিং কার্যক্রমটি যেভাবে সাজানো হয়েছে. তা খবুই চমৎকার।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ও পর্যটন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন।

ব্র্যান্ডিং বিষয়ে তৈরিকৃত ডকুমেন্টারি দেখে প্রধান অতিথি মন্তব্য করেছেন, ‘চাঁদপুরকে নিয়ে যে ডকুমেন্টরি করা হয়েছে তা আমার খুব ভালো লেগেছে । এছাড়া চাঁদপুর জেলা ব্র্যান্ডিং দেশসহ দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। আমরা সকলে মিলে মিশে বসে কিভাবে আলোচনা করবো কিভাবে চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়।’

তিনি আরো বলেন, চাঁদপুরে সম্ভব হলে মাননীয় পর্যটন মন্ত্রী, রেলমন্ত্রী, ভূমি মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রীদেরকে আহŸান করবো এখানে আসার। আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো। এটি একটি বড় সিদ্ধন্ত, হুট-হাট করে কিছু করা যাবে না। এখানে সবাইকে নিয়ে খুব বড় একটি সভা মতবিনিময় করতে হবে। স্বপ্ন পূরণে যাতে বিলম্ব না হয় সেই কাজটি করতে হবে।’

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, ‘আমি চেষ্টা করবো সকলেকে নিয়ে অবিলম্বে কিন্তু বিলম্বে নয় এখানে কিছু করার। যে কোন প্রজেক্ট শুরু করতে সময় লাগে। বড়স্টেশন যে প্রজেক্ট রয়েছে, সেখানে কিছু করা সম্ভব।’

এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমান দাস, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, ছাত্রলীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম রোমান, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

শরীফুল ইসলাম
: পডেট, বাংলাদেশ ০৮ : ৩০ পিএম, ২১ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply