Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পৌরবাসীর উন্নয়ন কাজ করতে নৌকার বিজয়ের বিকল্প নেই : ড. শামছুল হক ভূঁইয়া
ফরিদগঞ্জ পৌরসভা

পৌরবাসীর উন্নয়ন কাজ করতে নৌকার বিজয়ের বিকল্প নেই : ড. শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে পৌর এলাকার কেরোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পথসভায় উপজেলা আ’লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ অ্যাড. জহিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন অর-রশিদ সাগর, দপ্তর সম্পাদক মো. শাহ্ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর আ’লীগের সাধার সম্পাদক মেয়র মাহফুজুল হক, উপজেলা আ’লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী সফিকুর রহমান, যুগ্ম আহবায়ক আকবর হোসেন মনির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার অনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন, ফরিদগঞ্জ পৌরসভায় নৌকাকে বিজয়ী করার লক্ষে জেলা, উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রমান দিয়েছেন সকলে এক এবং অভিন্ন। পরিবারের সকলে যখন ঐক্যবদ্ধ থাকে, তখন ওই পরিবারের সফলতা নিয়ে আসা কোন দুরহ ব্যাপার নয় এবং সফলতা ঘরে আসবেই।

তিনি আরও বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তিনি সকলের শ্রদ্ধাভাজন। ফরিদগঞ্জ পৌরবাসীর অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো সমাপ্ত করতে ১৪ তারিখ নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সহ- সভাপতি লোকমান তালুকদার, আব্দুর রহমান বাবলু, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, জেলা কৃষকলীগের সিনিয়র সহ- সভাপতি এইচ এম হারুনুর রশিদ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলসহ আ’ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:শিমুল হাছান,৯ ফেব্রুয়ারি ২০২১