Home / চাঁদপুর / পুরাণ বাজারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ইভটিজিংকারীদের দৌরাত্ম

পুরাণ বাজারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ইভটিজিংকারীদের দৌরাত্ম

Chief Corespondent:
চাঁদপুরের বাণিজ্যকেন্দ্র পুরাণ বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটে ও ইভটিজিংকারীদের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয় এর সামনে প্রতিনিয়ত ইভটিজিং এর ঘটনা ঘটছে।

এসকল বিদ্যালয়গুলোতে সকালে ক্লাশ শুরু হওয়ার পুর্বে এবং ছুটি শেষে বিদ্যালয়ের আশে পাশে উঠতি বয়সের যুবকদের স্কুল ছাত্রীদের উত্যক্ত করতে দেখাযায়। পুরান বাজার ফাঁড়ি পুলিশের সদস্যরা চলমান অবরোধ হরতালে নিয়মিত ডিউটিতে ব্যাস্ত থাকায় উল্লেখিত বিদ্যালয়গুলোর সামনে ইদানিং উঠতি বয়সের যুবক ও ইভটিজিংকারীদের দৌরাত্ম বেড়ে গেছে। এ বিষয়ে পুরান বাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান বাদল জানায়, মধুসুদন উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে উঠতি বয়সের যুবকদের দৌরাত্মের কারনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উদ্দিগ্ন রয়েছে। ইভটিজিংকারীদের বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফরকে অবহিত করা হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।