Home / চাঁদপুর / চাঁদপুরে পুরনো নিদর্শনগুলো সংরক্ষণের আওয়াতায় আনা হবে: জেলা প্রশাসক
পুরনো

চাঁদপুরে পুরনো নিদর্শনগুলো সংরক্ষণের আওয়াতায় আনা হবে: জেলা প্রশাসক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন,‘বাংলাদেশে পর্যটন শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। যারা আমাদের দেশে ঘুরতে আসেন, আসলে তাদের কাথা চিন্তা করেই তাদের চাহিদাগুলো পূরণ করা উচিত। পর্যটকরা যেই সকল স্থানে যেতে চায়, সেই স্থানগুলোর কথা চিন্তা করে কাজ করা উচিত। ট্রুর অপারেটরদেরকে তাদের সুযোগ-সুবিধার কথা মাথায় রাখতে হবে। ট্রুরিজম বিকাশে আমাদেরকে নিজের কর্মক্ষেত্র উপস্থাপন করতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘পুরনো নিদর্শনগুলো সংরক্ষণের আওয়াতায় আনা হবে। আমাদের আর্থিক অনেক সীমাবদ্ধতা রয়েছে, যার কারনে আমরা অনেক কাজ করতে পারছি না। নদী পথে পর্যটনকন্দ্র বিকশিত করতে চাই। সরকার প্লাটফর্ম তৈরি করে দিবে, ব্যবসা করবে জনগন। আমরা সমন্বয় করে কাজ করতে চাই। সরকারের প্রত্যেকটি বিভাগই গুরুত্বপূর্ণ, তাই সাংঘর্ষিক না হয়ে একহয়ে কাজ করা উচিত। ট্রুরিজমের সবার চিন্তা এক নয়, সব ধরনের কথা চিন্তা করে কাজ করতে হবে। আমি চাই এখানে পর্যটন শিল্প বিকাশ হোক, তাহলে এখানে অনেক কর্মাসংস্থানের সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, ‘চাঁদপুরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। বড়স্টেশন মোলহেডেকে ঘিরে ব্যাপক কর্মযজ্ঞ হচ্ছে। কিছু সীমাবদ্ধতার কারণে আমাদের কার্যক্রম বন্ধ রয়েছে। পর্যটন করার ক্ষেত্রে সরকার নির্ভরতা কমাতে হবে। আমাদের প্রচারনা আমাদেরকেই করতে হবে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা নিয়োজিত রয়েছেন, তাদেরকেই পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। যারা উদ্দোক্তা রয়েছেন, আপনারা আপনাদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো সবার মাঝে শেয়ার করুন। সেগুলো ফেসবুকে ছেড়ে দিন, যাতে মানুষ সেগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে দেখতে আসেন।’

‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ এই প্রতিপাদ্যকে ধারন করে পর্যটন দিবসের অগ্রতি তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৭ সেপ্টেম্বর ২০২১