Home / উপজেলা সংবাদ / কচুয়া / পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের নতুন নাম ফলক নির্মাণ
পালাখাল

পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের নতুন নাম ফলক নির্মাণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের নান্দনিক প্রধান ফটকের নতুন নামফলক নির্মাণ করা হয়েছে। কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে।

নতুন করে কলেজের প্রধান ফটকের নাম ফলক নির্মাণ করায় কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কলেজ গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব মো: আইয়ুব আলী পাটওয়ারী,কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এর প্রতি ধন্যবাদ জানিয়েছেন কলেজের সাধারন শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।

এদিকে সোমবার সকালে স্থানীয় ইউপি শাহজালাল মিয়া,কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল খায়ের,আব্দুল কুদ্দুস,প্রভাষক সাইফুল ইসলাম সবুজসহ শিক্ষকবৃন্দ নতুন নাম ফলক পরিদর্শন করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ ফেব্রুয়ারি ২০২৩