Home / চাঁদপুর / পাদুকার বিজ্ঞাপনে ঢেকে আছে অ্যাড.আব্দুল আউয়াল সেতুর নামফলক
পাদুকার বিজ্ঞাপনে ঢেকে, চাঁদপুরের যে কজন সূর্যসন্তান

পাদুকার বিজ্ঞাপনে ঢেকে আছে অ্যাড.আব্দুল আউয়াল সেতুর নামফলক

চাঁদপুরের যে কজন সূর্যসন্তান সর্বজনবিদিত, তাঁদের মধ্যে অন্যতম অ্যাড.আবদুল আউয়াল। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর মনোনীত চাঁদপুর মহকুমার গভর্নর।

আমাদের হাজার বছরের অর্জিত ফসল মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন তিনি। ভাষা আন্দোলনের সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন। স্বাধীনতা-উত্তর সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ এলাকার উন্নয়নে অসামান্য ও গৌরবময় অবদান রাখেন। বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আবদুল আউয়ালফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

মহান এই মানুষটির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চাঁদপুর নতুনবজার-পুরাণবাজার সংযোগ সেতুর নাম করণ করা আবদুল আউয়াল সেতু। যার দক্ষিণ পাশে বড় আকারে টাইলস করা সুদৃশ্য একটি নামফলক স্থাপন করা হয়।

বর্তমানে যা একটি বিদেশি ব্যান্ডের জুতার বিজ্ঞাপন পোস্টারে ঢেকে দেয়া হয়েছে। কান্ডজ্ঞানহীনভাবে ওই কোম্পনির পোস্টার দিয়ে পুরো ফলকটি এমনভাবে ঢেকে দেয়া হয়েছে, যা দেখে কারো বুজার উপায় নেই যে, এখানে একটি নামফলক রয়েছে।

বিষয়টি নজরে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যত ব্যবস্থা গ্রহণের দাবী জানন সচেতন মহল।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১৩ নভেম্বর ২০২০