Home / আন্তর্জাতিক / পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬৩
train
ফাইল ছবি

পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬৩

ভারতের উত্তরাঞ্চলে কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাতে পটানা-ইন্দোর এক্সপ্রেস নামের ট্রেনটির অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে দেশটির রেলওয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অনিল সাক্সেনার বরাত দিয়ে জানানো হয়, আহতেদর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর ওই রুটে চলাচলকারী কয়েকটি ট্রেনকে রুট পরিবর্তন করতে হয়েছে বলে জানান তিনি।

দেশটির উত্তরাঞ্চলীয় রেলওয়ের একজন কর্মকর্তা প্রতিনিধিকে জানিয়েছেন, ডাক্তার এবং উর্দ্ধতন রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রেল লাইনে ফাটল থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশ মহাপরিচালককে উদ্ধার অভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে ঘটনাস্থরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৫ পি,এম ২০ নভেম্বর ২০১৬,রবিবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply