Home / চাঁদপুর / চাঁদপুরে ১৫ মণ পাঙাস মাছের পোনা জব্দ
পাঙাস

চাঁদপুরে ১৫ মণ পাঙাস মাছের পোনা জব্দ

চাঁদপুর স্টেশন কর্তৃক অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়। 

১৯ জুন শনিবার রাতে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে মাছের পোনা জব্দ করে।

২০ জুন রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুরের মেঘনা মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০ কেজি (১৫মণ) পাঙাস মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙাস মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অবৈধ মৎস্য আহরণ বন্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর উপস্থিতিতে পাঙাস মাছের পোনাগুলো স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।

প্রতিবেদকঃশরীফুল ইসলাম,২০ জুন ২০২১