Home / চাঁদপুর / চালকের অভাবে পরিত্যক্ত চাঁদপুরের সরকারি নৌ-অ্যাম্বুলেন্স
নৌ-অ্যাম্বুলেন্স

চালকের অভাবে পরিত্যক্ত চাঁদপুরের সরকারি নৌ-অ্যাম্বুলেন্স

চাঁদপুর জেলার চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকার মানুষের চিকিৎসাসেবার সুবিধার্থে তাদের যাতায়াতের জন্যস্বাস্থ্য মণ্ত্রণারয় থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এই নৌ-অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে এই নৌ এ্যাম্বুলেন্সটি দেয়া হলেও শুধুমাত্র চালকের অভাবে দীর্ঘ ১৬/১৭ বছরেও তা রোগীদের কাজে আসেনি। তাই যা হবার তাই হয়েছে। আরো পড়ুন- চাঁদপুর চরাঞ্চলবাসীকে প্রধানমন্ত্রীর দেয়া নৌ-অ্যাম্বুলেন্স আদৌ চালু হবে?

একজন চালকের অভাবেই বছরের পর বছর লাখ, লাখ টাকার এই সরকারি সম্পদ রোদ ঝড় বৃষ্টিতে ভিজে দিনের দিন অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চালক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষও এটি নিয়ে অনেক বিপাকে রয়েছেন। যে নৌ-অ্যাম্বুলেন্সটি রোগীদের যাতায়াতের জন্য নদীতে জলের ওপর থাকার কথা। সেটি এখন তার প্রাণ হারিয়ে কয়েক বছর ধরে স্থলেই পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। আরো পড়ুন- চাঁদপুরে চালক সংকটে অচল ২ নৌ-অ্যাম্বুলেন্স

গত কয়েকদিন পর্বে এটিকে হাসপাতাল কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে হাসপাতালের সামনে থেকে পেছনে নিতে দেখা যায়। আরো পড়ুন-চাঁদপুর-হাইমচর চরাঞ্চলবাসীকে নৌ-অ্যাম্বুলেন্স প্রদান

ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি।, ৬ এপ্রিল ২০০২০