Home / চাঁদপুর / নাড়ির টানে ঘরে ফেরা : বৃষ্টি আর যানজটে ভোগান্তি

নাড়ির টানে ঘরে ফেরা : বৃষ্টি আর যানজটে ভোগান্তি

মোঃ জাবেদ হোসেন: আপডেট- ০৭:৫৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০১৫, রোববার

ঈদের মাঝে আর ৪ দিন বাকি। আপনজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে একটু আগেভাগেই শুর হয়েছে ঘরে ফেরা। তবে প্রথম দিনেই বৃষ্টি আর যানজটের কবলে পড়ে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

ঈদে একটু স্বাচ্ছন্দে বাড়ি ফেরার জন্য অনেকেই আগে আসতে শুরু করছেন বাড়িতে। বিশেষ করে পরিবার নিয়ে যারা ঈদ করার ইচ্ছা পোষণ করেছেন তাদের অনেকে স্ত্রী সন্তানদের আগেভাগেই পাঠিয়ে দিচ্ছেন। রোববার থেকে ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে।

এদিকে ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চযোগে চাঁদপুর লক্ষীপুর নোয়াখালী অঞ্চলের মানুষ নাড়ির টানে ফিরতে শুরু করছেন। তবে গত ক’দিন থেকে কখনো প্রবল বর্ষণ আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে ঈদ যাত্রায় ভোগান্তির মাত্রাটা বাড়িয়ে দিয়েছে।

পূর্ব থেকে ব্যবস্থা না নেয়ায় স্বাভাবিক একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রোববার সকাল থেকে বৃষ্টিপাতের কারণে যারা ষ্টেশনে ট্রেন ধরার জন্য রওনা হয়েছিলেন তাদের সবাইকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

নিম্নচাপের কারণে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় চাঁদপুরে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। তবে চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রীবাহী সকল লঞ্চই নির্দিষ্ট সময়ে চলাচল করেছে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।