Home / জাতীয় / নন্দিত চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকনের মৃত্যু
নন্দিত চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকনের মৃত্যু

নন্দিত চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকনের মৃত্যু

নন্দিত চলচ্চিত্র নির্মাতা শহিদুল ইসলাম খোকনের মরদেহ বাদ আছর এফডিসিতে আনা হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

রাজধানী উত্তরার আধুনিক হাসপাতালে সোমবার সকাল সোয়া ৮টায় মারা যান এই গুণী নির্মাতা। ইন্নালিল্লাহি…রাজিউন।

দীর্ঘদিন ধরে মুখগহ্বরের ‘মটর নিউরো ডিজিস’ (এএলএস)-এ আক্রান্ত ছিলেন খোকন। গত বছর ১০ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি।

আমেরিকার ‘বেলভিউ হসপিটাল’-এর চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের কোনো চিকিৎসা নেই। অক্টোবরের শেষের দিকে তিনি দেশে ফিরে আসেন। এরপর উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বেশ কিছুদিন।

১৯৭৪ সালে মাসুদ পারভেজ পরিচালিত ‘দস্যু বনহুর’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন শহীদুল ইসলাম খোকন। ১৯৮৫ সালে ‘রক্তের বন্দী’ ছবির মাধ্যমে মূল পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। এ পর্যন্ত প্রায় ৪০টি ছবি পরিচালনা করেছেন তিনি।

শহিদুল ইসলাম খোকন পরিচালিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’ ইত্যাদি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘রক্তের বন্দি’।

Leave a Reply