Home / চাঁদপুর / ‘ভূমি অফিস দালালমুক্ত করতে পারলে সেবার মান বৃদ্ধি পাবে’
‘ভূমি অফিস দালালমুক্ত করতে পারলে সেবার মান বৃদ্ধি পাবে’
ক্যাপশন: চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

‘ভূমি অফিস দালালমুক্ত করতে পারলে সেবার মান বৃদ্ধি পাবে’

চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনাসভায় চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল

জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ হতে প্রদক্ষিণ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ভূমি সেবা প্রদান করার জন্যই সরকার সকলকে একসাথে কাজ করতে হবে। সরকার ১ এপ্রিল থেকে ৭ এপ্রিলের মধ্যে ভূমি সেবা সপ্তাহ কার্যক্রম পালন করার জন্য নির্দেশ দিয়েছে। ১৩ এপ্রিলের মধ্যে প্রমাণসহ ভূমি কর আদায় করতে হবে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৫ এপ্রিলের মধ্যে ভূমি অফিসের আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম শেষ করতে হবে। যার জমি আছে তার সাথে ভূমি অফিসের আতœীয়তা আছে। এরকম একটি শ্লোগান ভূমি কর্মকর্তাদের তৈরি করে ভূমি কর আদায় করতে হবে। বাড়িতে বাড়িতে গিয়ে ভূমি করের উন্নয়নের স্বার্থে কর পরিশোধ করতে হবে। ২৫০ একর জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ করতে হবে। মানুষদের জনসচেতনতামূলক আইন প্রণয়ন করে ভূমি কর সম্পর্কে অবহিত করতে হবে। মানুষের মাঝে অনলাইনের সেবা প্রদান করতে হবে। ভূমি অফিসের দালালদের মুক্ত করতে পারলে সেবার মান বৃদ্ধি পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হাই এর পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওলিউজ্জামান, ইএসইডিও’র নির্বাহী পরিচালক মোঃ নুরুল আমিন, সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পর্যায়ে ভূমি কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

]আনোয়ারুল হক[/author]

||আপডেট: ০৩:০১  অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply