Home / শিল্প-সাহিত্য / নদী, রঙ্গমেদুর আরেক তুমি : শাহমুব জুয়েল
নদী, রঙ্গমেদুর আরেক তুমি : শাহমুব জুয়েল

নদী, রঙ্গমেদুর আরেক তুমি : শাহমুব জুয়েল

আমি কাবু, ভেতরে থইথই, বাহেরা ঢলঢল
তোমার রূপে ভঙুর আমার সমস্ত জীবন গ্রামার
উতলা আমি, নদী! রঙমেদুর আরেক নাম তুমি।

গোধুলি ঢেকে দেয় তোমার শরীর, ঢেউ দেয় বাঁকানো কাজল, ঠোঁটে তরীর পাল
কেশগুচ্ছ দুলছে লাল পদ্মলতার মত
গলায় উড়ু বকের ধ্যান, অতঃপর মাঝপথ —

মাঝপথ বেসামাল, বেঁহুশ আমি।

চিপচিপে গা খানি এঁকেবেঁকে হেটে চলছে গা- গেরাম, শহর -নগর, হাওড়- বাওড়।
আমি তোমার পিছু ধাই নজর এলে চুপসে যাই
উন্মত্ত চোখেরা আমার মত।

ওগো নদী! রঙমেদুর আরেক নাম তুমি।

ভরা যৌবন এলে, তোমার পায়ে মুক্তা নুপূর-
ঝনঝন নেচে ওঠে, ঢেউ।
হার্টের বাক্সবন্দী করে, ক্যামেরা তোমাকে বারবার এঁটে দেয় মনের দেয়ালে।
শিল্পীমনে মোনালিসা তুমি, আমার বহতা তুমি
সৃষ্টি নিয়মে রহস্যময়ী তুমি, পূণ্যের সূচয়নী তুমি প্রেমের মূরাল তুমি।
তুমি কত? তত? আমি যত?
যাবড়ে রাখবো তোমায় আমার ক্ষত চিহ্নের উপর
হয়তো বুকে মধ্যখানে তোমায় কম দেখা যাবে। একটু মিনতি করবো —রাখবে—-
শুধু ক্রন্দন থামাও, আঁচলে মুখ লুকাতে দাও ওগো তুমি—-
শুধু প্রেম দাও তুমি।
আমাতে তোমাতে মেলে জন্ম নিতে দাও উর্বর পৃথিবী।

কবি- শাহমুব জুয়েল : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply