Home / চাঁদপুর / ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুরে নদীবন্দর
Chandpur river terminal
ফাইল ছবি- চাঁদপুর লঞ্চ টার্মিনাল

ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুরে নদীবন্দর

নৌ-যান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চাঁদপুর নদীবন্দর। ভোর থেকেই নৌ-পথে চাঁদপুর থেকে সকল রুটে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

নৌ-শ্রমিকদের ন্যুনতম মজুরী ১১ হাজার টাকা এবং সরকারি কর্মচারীদের ন্যায় সুযোগ-সুবিধা বৃদ্ধি, নৌ-পথে অবৈধ চাঁদাবাজি, অবৈধ ইজারা বন্ধ, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল বিরোধী শিল্পনীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে।

নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর থেকে ঢাকা, নারায়নগঞ্জ, বরিশাল, খুলনা, ভোলাসহ অন্তত ২০টি রুটে যাত্রীবাহি লঞ্চসহ সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ করে শ্রুমিকদের ডাকা ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে আসা যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা নৌ-যান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এদিকে নৌ-ধর্মঘটের কারণে চাঁদপুর নদীবন্দরে কর্মরত কয়েকশ’ শ্রমিক এখন বেকার অবস্থায় রয়েছে।



প্রতিবেদন ও ভিডিও সংগ্রহে রফিকুল ইসলাম বাবু,
: আপডেট ৩:২৭ পিএম, ২১ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply