Home / আন্তর্জাতিক / দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড়ো পরীক্ষা করোনা : জাতিসংঘ
uno

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড়ো পরীক্ষা করোনা : জাতিসংঘ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে সবচেয়ে বড়ো পরীক্ষা নিচ্ছে করোনা ভাইরাস। এমন মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। মঙ্গলবার ৩১ মার্চ জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নতুন করোনা ভাইরাস সমাজের মূলে আঘাত করছে। জীবন নিচ্ছে এবং মানুষের জীবিকায় ব্যাঘাত ঘটাচ্ছে। নিকট অতীতে এরকম আর কিছুই দেখা যায়নি।’

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬০ হাজার জন। মারা গেছেন ৪২ হাজার মানুষ।

বার্তা কক্ষ, ১ এপ্রিল ২০২০