Home / উপজেলা সংবাদ / দৈনিক যুগান্তর নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছে
যুগান্তর

দৈনিক যুগান্তর নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে কাজ করছে

দৈনিক যুগান্তরের দুই যুগ পূর্তি উপলক্ষে কচুয়ায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর রোববার বিকালে কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে পজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সত্য প্রকাশে যুগান্তর অদ্বিতীয় ও আপোসহীন। প্রতিষ্ঠানগ্ন থেকে পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে আসছে। বিশেষ করে যমুনা গ্রুফের চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম একজন বড় মনের মানুষ ছিলেন। তিনি দেশ-জাতি ও দেশের মানুষের জন্য কাজ করেছেন।

দৈনিক যুগান্তর কচুয়া উপজেলা স্বজন সমাবেশের সার্বিক আয়োজনে ও কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে

এসময় কচুয়া থানার ওসি তদন্ত হারুন অর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাবেক সভাপতি আবুল হোসেন,মানিক ভৌমিক,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,সাংবাদিক আতাউল করিম, মফিজুল ইসলাম বাবুল,আফাজ উদ্দিন মানিক,আবুল কালাম,ফরহাদ চৌধুরী,আলী আক্কাস তালুকদার,মাসুদ রানা,শান্তু ধর,মেহেদী হাসান,ওমর ফারুক সায়েম,মোহাম্মদ নাছির উদ্দিন ও রায়হান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি, ১২ ফেব্রুয়ারি ২০২৩