Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘বিগত উপজেলা নির্বাচনে আমাকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছিলো’
উপজেলা

‘বিগত উপজেলা নির্বাচনে আমাকে কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছিলো’

আগামী ২৯শে মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিগত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী আলহাজ¦ মো. ফয়েজ আহমেদ স্বপন। তিনি সোমবার মনোনয়নপত্র জমা দান শেষে কচুয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং কচুয়া বাজার, আকানিয়া, ঘাগড়া, পালাখাল, চাংপুর শিমুলতলী, সাচারসহ বেশ কিছু স্থানে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারনা করেন।

গণসংযোগ কালে কচুয়া উপজেলার চেয়ারম্যান প্রত্যাশী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো. ফয়েজ আহমেদ স্বপন বলেন, আজকে আমি মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিক প্রচারনায় নেমেছি। আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন, আগামীতেও আমার পাশে থাকবেন বলে আমি বিশ^াস করি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ৮৫টি কেন্দ্রে আমি জয়ি হওয়ার পরেও আমাকে একটি বিশেষ মহল কারচুপির মাধ্যমে পরাজিত করেছেন। এবার আপনারা সকলে সচেতন থেকে ঐক্যবদ্ধ হয়ে এসকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন। তিনি আরো বলেন, একটি মহল আমি নির্বাচন করবোনা বলে কিছুদিন ধরে বিভিন্ন স্থানে অপপ্রচার চালাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি নির্বাচনে ছিলাম, আছি এবং শেষ লড়াই পর্যন্ত থাকবো। আগামী ২৯শে মে দলমত নির্বিশেষে পূর্বের নির্বাচনের মতো সকল ভেদাভেদ ভুলে আমাকে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে স্মার্ট কচুয়া উপজেলা গঠনে কাজ করবো।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ এপ্রিল ২০২৪