Home / সারাদেশ / বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ
বেতন-বোনাসের

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ

বেতন-বোনাসের দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আড়িখোলায় বিক্ষোভ অবরোধ করছে আশা জুট মিলের শ্রমিক করমচারীরা।

২৮ জুলাই মঙ্গলবার সকাল নয়টা থেকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কয়েকশত শ্রমিক মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় তারা টায়ারে আগুন লাগিয়ে প্রতিবাদ করতে থাকে। এতে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রাম অভিমুখী সড়ক কার্যত অচল হয়ে পড়ে।

এ প্রসংগে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, এ ব্যাপারে শ্রমিক ও জুট মিল কতৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। মালিক পক্ষ আগামীকাল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিলে বেলা এগারো টায় শ্রমিক পক্ষ রাস্তা থেকে পিছু হটে।

বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে চান্দিনা ও দেবিদ্বার থানা পুলিশ সহ মহাসড়কে হাইওয়ে পুলিশ অবস্থান করছে। যানবাহন চলাচল সচল হয়েছে।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ২৮ জুলাই ২০২০