Home / সারাদেশ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসই যাত্রীদের শেষ ভরসা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসই যাত্রীদের শেষ ভরসা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার ও মাইক্রোবাসই যাত্রীদের শেষ ভরসা

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাতায়তের শেষ ভরসা প্রাইভেটকার ও মাইক্রোবাস। তবে, ঈদের পর অন্যান্য দিনগুলোর চাইতে আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে।

তবে, ৩০ মে শনিবার সকাল থেকেই দাউদকান্দি, ময়নামতি সেনানিবাস, পদুয়ার বাজারসহ মহাসড়কের কিছু কিছু পয়েন্টে অপেক্ষমান যাত্রীদের ভীড় দেখা গেছে। গণপরিবহন না থাকায় মাইক্রোবাস, প্রাইভেটকারের মতো ব্যক্তিগত পরিবহনই পরিণত হচ্ছে যাত্রীবাহী পরিবহনে। যাত্রীরাও ভরসা করছে এসবের উপরই। অতিরিক্ত ভাড়া দিয়েই ছুটছেন কর্মস্থলে।

করোনায় শারীরিক ঝুঁকি নিয়ে সামাজিক দূরত্ব না মেনেই এসব পরিবহনে যাচ্ছেন যাত্রীরা। যেহেতু সড়কে পরিবহন সংকট তাই বাধ্য হয়েই এসব পরিবহনে যাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

৩১ মে থেকে সারা দেশে অফিস আদালত খোলা রাখার নির্দেশনা আসার পর থেকেই কুমিল্লাসহ চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে এসব প্রাইভে পরিবহণেই রাজধানীর উদ্দেশ্যে রওনা করেছে ঈদে বাড়ি ফেরা মানুষগুলো।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ৩০ মে ২০২০