Home / চাঁদপুর / চাঁদপুরে ব্যবসা-প্রতিষ্ঠান খোলা থাকবে ১০-৪টা
চাঁদপুরে ব্যবসা-প্রতিষ্ঠান খোলা থাকবে ১০-৪টা

চাঁদপুরে ব্যবসা-প্রতিষ্ঠান খোলা থাকবে ১০-৪টা

চাঁদপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় লঞ্চ, বাস, হোসেন ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শনিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের সভাপতিত্বে সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে, জরুরীসেবা ব্যতিত চাঁদপুরের সকল দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল সকাল ৬টা থেকে সন্ধার ৬টা পর্যন্ত খোলা। তবে লঞ্চঘাট, বাস স্টেশন, রেল স্টেশনসহ সকল স্টেশনগুলোতে জেলা প্রশাসনের অনুমোদিত হোটেলগুলো সকাল ছয়টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। এ ক্ষেত্রে হোটেলগুলোতে ক্রেতাদের পার্সেলে উদ্বুদ্ধ করতে হবে। দূরত্ব রেখে টেবিল দিতে হবে।

এছাড়া লঞ্চঘাট, বাসস্টেশনে ব্যক্তিগত সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সমাজের দূরত্ব নিশ্চিত করতে হবে। লঞ্চে সুরক্ষা সরঞ্জামাদি, তাপমাত্রা মাপার যন্ত্র রাখতে হবে। অটো-রিক্সা গুলোতে চালকের পাশে যাত্রী নিতে পারবে না।

মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামান বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরেও করোনায় আক্রান্ত এবং মৃতের সংগ্রহ বাড়ছে। তবুও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে সীমিত পরিসরে সবকিছু খুলে দিচ্ছে। যেহেতু চাঁদপুরে করো না পরিস্থিতি ভালো না, তাই আমরা লকডাউন খুলে দিলেও কিছু নিয়ম নীতির মধ্যে সবকিছু পরিচালনা করতে চাই। এজন্য জেলার পরিবহন মালিক, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, ৩ মাস সরকার চেষ্ঠা করছে। এখন আপনাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা নিজেদের জীবনের স্বার্থেই সামাজিক দূরত্ব সহ সরকারি নির্দেশনা মেনে চলবেন। পাশাপাশি চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা পালন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহেদ পারভেজ চৌধুরী বলেন, গত ৩ মাসে সারা দেশে এতো লোক আক্রান্ত এবং মারা যাবার মানুষ সচেতন হচ্ছেন না। যা খুবই দুঃখজনক। আমরা প্রশাসন থেকে চাইবো আপনারা নিজেদের স্বার্থেই সচেতন হবেন। জেলা প্রশাসন কর্তৃক গৃহীত সকল নির্দেশনা মেনে চলবেন। তা না হলে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন, এসএম জাকারিয়া, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, জেলা বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক, চাঁদপুর পৌরসভার সচিব আবু্ল কালাম ভুইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিজি, দোকান মালিক সমিতির মোস্তাক হায়দার চৌধুরী, লঞ্চ মালিক প্রতিনিধি মুন্না, বিপ্লব সরকার প্রমুখ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৩০ মে ২০২০