Home / শিল্প-সাহিত্য / ড. সুজাতা ঘোষ-এর কবিতাগুচ্ছ
ড. সুজাতা ঘোষ-এর কবিতাগুচ্ছ

ড. সুজাতা ঘোষ-এর কবিতাগুচ্ছ

তোমারই জন্য

ড. সুজাতা ঘোষ

সেদিন যে শুরু করেছিলাম গল্প বুনতে,
সে তো শেষই করতে পারলাম না।
অনেক সোনালী রেশম জড়িয়ে গেল একে একে
হঠাৎ করে যে গোলাপি আভা ছড়াল মুখে
সে তো তোমারই জন্য।

আরও দুটো কবিতা হাত ধরে পথ চলতে শুরু করেছিল
হঠাৎই তারা থেমে গেল জঙ্গলের ঝর্নার ধারে
তার মধ্যে একটার হাত ধরেছিলে তুমি
কত কথাই না বললে তোমার ছোঁয়াতে
কবিতার শেষে যে নামটা ছিল, সে তো আমি।

যে হলদে গাছের মাথায় লাল, নীল, সাদা, খয়েরি
পাতারা হাওয়ায় দোল খাচ্ছিল নেচে নেচে
তারা সবাই ঝড়ের আনন্দে উড়েছে সুদূর।
ঝড়ের শেষে প্রথম সূর্যের লাল আলোতে
সবাই এক হল নদীর শান্ত কোলে।
তুমি যে লাল পাতাটা যত্ন করে রেখেছিলে ডায়েরিতে,
সে তো আমিই।

তখন বোধ হয় মাঝরাত, হলুদ নেশা ছড়ানো আকাশ
আমার উপর চাঁদের আলোর লুটোপুটি
হঠাৎই ঘুম ভেঙে যায় হাল্কা রজনীগন্ধার হাসিতে।
এপাশ ওপাশ ঘুরে মুখ ঘষে দেখি তোমার দৃষ্টি
স্থির হয়েছে আমাতে বহুকাল ………… জানি না কত।
আমি প্রথম হাত বাড়িয়েছিলাম, মনে আছে?
তুমি তখনও ছিলে স্থির অপলক।

মনে আছে তোমার সেই ঘন কালো মেঘ
হঠাৎ ধেয়ে এলো আমার মুখের সামনে
প্রচণ্ড ভয়ে দৌড়েছিলাম তোমার দিকে
আঁকড়ে ধরেছিলাম তোমায়
মনে আছে কি আজও?
আজও ভালোলাগা ঘুরেফিরে বেড়ায়
তোমারই জন্য।

ট্রামলাইন আর গলিপথ ধরে
ড. সুজাতা ঘোষ

আমি যদি হারিয়ে যাই আবার?
পুরনো ফেলে আসা সরু লম্বা গলিপথ
চৌমাথার ব্যস্থতা আর ট্রামলাইনের রেখাপথ
ঝিকমিকে আলো নেচে বেড়ায় দেওয়ালের পর্দায়
ধুলো আর হাওয়া মাখামাখি করে উড়ছে উম্মাদনায়
আমার খোলা চুলে আদর করে যায় কিচকিচ।

এপথ সেপথ লাফিয়ে অজানা সন্ধ্যের নেশায়
পথ হারিয়ে হাত ধরি অন্ধকার হওয়া সবুজের
এখানে মানুষগুলো বড়ো অচেনা শিরশিরে
সবাই উড়ে যাচ্ছে হাওয়ায় বুনো গন্ধের টানে।
আমার ক্লান্ত হয়ে আসা পা দুটো থামল
এখানে হাল্কা মাখোমাখো আলো ছড়িয়ে
মানুষগুলো জিভ লকলকিয়ে কামড় খাচ্ছে
কে সাপ কে মানুষ, বোঝা দায় বড়!

আমি এগিয়ে গেলাম পায়ে পায়ে কাছে
ওরা তাকাল লাল চোখে, সাপটাও।
আমি যে নতুন ওদের সারিতে
গতকাল একজন ইতিহাস হয়ে গেল, সে এক মানবী।
আজ আমি পা থামালাম, আমিও এক মানবী।
মানবীরা নিজে থেকে বড় একটা আসে না বোধ হয়
তাই হয়তো বিষাক্ত সাপটাও ভয়ে থমকে গেছে।

আমি হেঁটে চলেছি হাওয়ায় ঘর্মাক্ত গা ভাসিয়ে
ঠাণ্ডা নরম মসৃন দুষ্টু মাতাল অন্ধকার
বিজলী আলোর পায়ে পা জড়িয়ে নাচছে।
আমার নেশায় বুধ হওয়া এপাশ ওপাশ পা দুটো
কোমর ধরল ওদের দুহাত বাড়িয়ে নিঃশ্বাসে।
ওই তো সেই পুরনো গলি রাস্তাগুলো ঘুরে ঘুরে গেছে
আমি তো দাড়িয়ে ট্রামলাইনের সরু পথ ধরে।
আমার খোলা চুলে হাওয়া ঠোঁট ছুঁয়ে যায়
উষ্ণ নিঃশ্বাস নেচে বেড়ায় সারা শরীর জুড়ে।।

 

 

Are you there?
Dr. Sujata Ghosh


I’m looking through the window
Every night white and pink musanda
Dancing in air
Spreading fragrance calmly.

Hazy far bright with lunar
I take long breathe
Spread myself
Fly with butterflies
Bathing under moon light
Makes me very mysterious.

Are you there?
Can you hear me?
Hi, if you are there
Touch me with your breath.
Feel me with your sense
Love me with your soul.

My closed eyes can feel
Your odour of sweat
Sweat on your chest
Throat and everywhere.
Feel the moment again and again
I won’t open my eyes.

So many centuries
Passed through me.
I ‘m here, always I’m here for you
Spread your arms.

I love pink musanda
Flower of night
Smell of water falls
Mystery of moon light
Walk in forest at night
Swing with creepers over river.

Another one life
Both on same petal
Feel all sensual
Hold me with you
New buds on stream
Old sherry in glass
You and me again here
Lunar on my face
Come near and near
I’m here,
Yes, still I’m here.