Home / উপজেলা সংবাদ / কচুয়া / ড. জালালের স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

ড. জালালের স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড। প্রয়াত ড. জালাল আলমগীর শিক্ষা বিস্তারে স্বপ্ন দেখেছেন। কচুয়াকে এগিয়ে নিতে তার চোখে মুখে অনেক স্বপ্ন ছিল। তাই তার লালিত স্বপ্ন পুরনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কচুয়া দক্ষিণ বাজার আওয়ামী লীগের কার্যালয়ে প্রয়াত ড. জালাল আলমগীর স্মৃতি কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ড. জালাল আলমগীর আমাদের গর্ভের ধন ও অনুপ্রেরণা ছিল। তার অকালে চলে যাওয়া আমাদেরকে অনেক বেশি ব্যথিত করেছে। শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছেন।

কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূইয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ। পরে ড. জালাল আলমগীর স্মৃতি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে কম্বল সামগ্রী বিতরণ করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ০১: ৫৭ পিএম, ২৫ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply