Home / চাঁদপুর / চাঁদপুরে সাড়ে ৩শ প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত
digital-attendence

চাঁদপুরে সাড়ে ৩শ প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত

চাঁদপুরের প্রায় ৫ শতাধিক স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে ৪ বছরে সাড়ে ৩শ প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার অর্ন্তভূক্ত হয়েছে।

শনিবার ১ ফেব্রুয়ারি নেটিজেন আইটি নামের একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠান চাঁদপুর টাইমসকে তথ্যটি জানিয়েছে । এ প্রতিষ্ঠানটি ২০১৫ সাল হতে ২০১৮ সাল এর কার্যক্রম চাঁদপুরে শুরু করে। ২০২০ সালে ঔসব প্রতিষ্ঠান এর আওতায় আসে।

নেটিজেন আইটি নামের বেসরকারি আইটি প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলায় সব উপজেলায় ১৯৮ টি মাধ্যমিক স্কুল,২০ টি কলেজ,১০ টি মাদ্রাসা ও ১০০ সরকারি প্রাথমিক স্কুল দৈনিক ‘ফিঙ্গার প্রিন্ট’ বা ‘পরিচয়পত্র শো’ করার মাধ্যমে সকল স্কুল ও কলেজ শিক্ষক ও
প্রাথমিক ছাত্র-ছাত্রীদের হাজির চালু হয়েছে ।

এ ছাড়াও ঔসব প্রতিষ্ঠানের মাসিক বা বাৎসরিক আয়-ব্যয়, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, ক্লাশ, পরীক্ষার রুটিন, কমিটি, আইডি কার্ড, এডমিড কার্ড , টিচার প্রোফাইল ,নোটিশ প্রভৃতি বিষয়গুলো এর অর্ন্তভূক্ত হয়েছে।

নেটিজেন আইটির চাঁদপুর প্রতিনিধি মো.আশ্রাফ আলী চাঁদপুর টাইমসকে বলেন,‘ দীর্ঘ সময় ধরে এ বিষয়ে চাঁদপুরে এ সংস্থাটি কাজ শুরু করে । জেলার প্রতিটি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের টীম শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কথা বলেছি। বর্তমানে তারা অনেক সচেতনতার পরিচয় দিচ্ছে এবং নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানগণ সম্মত হচ্ছে।,

তিনি আরো বলেন,‘শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীগনের ভেতর সচেতনতার বিষয়টি অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছতা ও আস্থা বাড়ছে। বেশিরভাগ প্রতিষ্ঠান এখন ডিজিটাল হাজিরার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে । ম্যানেজিং কমিটি বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্ঠা করছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতি উপজেলায় এ সংস্থার দু’জন প্রতিনিধি কাজ করছে। সংস্থার একটি ‘সফটওয়্যারে’ সকল ডাটা সংরক্ষণ করা ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। শিক্ষা বিভাগের ঊর্ধতন কর্মকর্তা বা সংশ্লিষ্ঠ প্রধানশিক্ষক ও ম্যানেজিং কমিটির লিখিত অনুমতি ব্যতীত এর কোনো প্রতিষ্ঠানের তথ্য প্রকাশ করবে না ।’

আবদুল গনি, ২ ফেব্রুয়ারি ২০২০