Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ৩২ জন
exam
প্রতীকী ছবি

কচুয়ায় এসএসসি-দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ৩২ জন

সারাদেশের ন্যায় কচুয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৪ হাজার ২শ ০৮ জন ও সমমান দাখিল পরীক্ষায় ১ হাজার ৪শ ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে । সোমবার অনুষ্ঠিতব্য কচুয়ায় ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি কেন্দ্রের মধ্যে এসএসসির ৭টি কেন্দ্রে ৪ হাজার ২শ ৮জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ১৬৫ জন পরীক্ষার্থী ও সমমান দাখিল ৩টি কেন্দ্রে ১ হাজার ৪শ ৫৯ জন শিক্ষার্থীসহ ৫ হাজার ৮শ ৩২ জন পরীক্ষায় অংশগ্রহন করবে।

পরীক্ষা কেন্দ্র ওয়ারী শিক্ষার্থীরা হচ্ছে : কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৮৫৯ জন, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় ৭০১ জন, রহিমানগর বি,এ,বি উচ্চ বিদ্যালয় ৫৯৪ জন, পালাখাল উচ্চ বিদ্যালয় ৬৫৯ জন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৭৫ জন, আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় ৩৩৩ জন ও মাঝিগাছা এম,এম উচ্চ বিদ্যালয় ৩৮৭ জন।

দাখিল পরীক্ষার কেন্দ্র গুলো হলো : নিশ্চিন্তপুর ডি.এস কামিলা মাদরাসা ৬৫৩ জন, বিতারা আলীম মাদরাসা ৩৬১ জন ও মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদরাসা ৪৪৫ জন । পরীক্ষায় শান্তিপূর্ণ অবাধ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। অপরদিকে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় শান্তিপূর্ল ভাবে গ্রহনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ।

জিসান আহমেদ নান্নু , ২ ফেব্রুয়ারি ২০২০