Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রেনে কাটা পড়া মৃত ব্যাক্তির সন্ধান
চাঁদপুরে ট্রেনে কাটা পড়া মৃত ব্যাক্তির সন্ধান

চাঁদপুরে ট্রেনে কাটা পড়া মৃত ব্যাক্তির সন্ধান

চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণকারী ব্যাক্তির নাম ও পরিচয়ের সন্ধান মিলেছে।

মৃত মো. শফিকুর রহমান (৬৫) পুরানবাজার পশ্চিম শ্রীরামদী হরিসভা এলাকার ছৈয়াল বাড়ির মৃত কালু ছৈয়ালের ছেলে।

বুধবার (৪ জানুয়ারি) লাশ ময়না তদন্ত ছাড়া মৃতের আত্বীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে বলে জানায় জিআরপি থানা পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার(৩ জানুয়ারি) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের খান বাড়ির কাছে ডেমু ট্রেনের নিচে মৃত মো. শফিকুর রহমান ট্রেনে কাটা পড়ে। ট্রেনটি কুমিল্লার উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়ার সময় ঐ ব্যাক্তি রেলপথ পাড়া পাড়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান চাঁদপুর টাইমসকে জানান, লাশটি উদ্ধার করার পর চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র মো. ছিদ্দিকুর রহমান ঢালী ও মৃত ব্যক্তির ছেলে শাহাদাত হোসেন লাশটি বুধবার লিখিত ভাবে বুঝে নিয়ে যান। যার ফলে ময়না তদন্তের প্রয়োজন হয়নি।

এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ১১: ৫২ পিএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply