Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / জিলানী চিশতী হাইস্কুলে পুরস্কার বিতরণ
zilani

জিলানী চিশতী হাইস্কুলে পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলা শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টায় বিদ্যালয় অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে উত্তর শাহতলী যোবাইদা সপ্রাবি’র প্রধান শিক্ষক মো.আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা (উপ-সচিব) মোহাম্মদ শওকত ওসমান।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি (উপ-সচিব) মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘খেলাধূলা শিক্ষার একটি পাঠ। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে। সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে। তোমরা শিক্ষার্থীরা যখন কোনো প্রতিযোগিতায় জয়ী হও তা কিভাবে বরণ কর, আবার যখন পরাজিত হও তা কিভাবে বরণ কর। এখান থেকে যে শিক্ষাটা পাও তা তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। জীবনের প্রত্যেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ সুন্দরভাবে করার জন্য মনস্তান্ত্রিক ব্যাপার রয়েছে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন,‘পড়াশুনার সাথে সাথে নিয়মিত খেলাধূলা অনুশীলন করতে হবে। অনুশীলনের মাধ্যমে ভালো ভাবে শেখা যায়। তেমনি সঠিক জ্ঞান অর্জন করার জন্য অনুশীলন করতে হবে। জানার জন্যই শিখতে হবে। খেলাধূলা,সাংস্কৃতিক চর্চা ও পড়াশুনা এই তিনটাকে ধারণ করে আগামি প্রজন্মকে তৈরি হতে হবে। যে কোনো কাজ সফলভাবে করতে আত্মবিশ্বাস রাখতে হবে। তুমি পারবে এ ধরনের আত্মবিশ্বাস থাকলে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। যে কোনো কাজ করতে মনের দিক থেকে জোর থাকতে হবে।’

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন ,‘শিক্ষকরা চর্চা করে ক্লাসে আসবেন। তাহলে শিক্ষার্থীদের ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। উপস্থাপনে যেন বৈচিত্র্য থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী যেভাবে শিখতে পারবে, তাদেরকে সেভাবেই শিখাতে হবে।একজন শিক্ষক শতভাগ প্রস্তুতি নিয়ে ক্লাসে আসলে ৩০ ভাগ উপস্থাপন করতে পারবে। তাই শিক্ষার্থীদের শিখানোর ধরণ পরিবর্তন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ ও প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা (উপ-সচিব) মোহাম্মদ শওকত ওসমান ও অন্যান্য অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

বার্তা কক্ষ ,২২ অক্টোবর ২০১৯