Home / চাঁদপুর / জামিনে মুক্তি পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন
atok milon
ফাইল ছবি

জামিনে মুক্তি পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

দুই মাস পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার(২৯ জানুয়ারি) বিকেল ৫টায় চাঁদপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন তিনি। এ সময় মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবীসহ কচুয়া বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা কারাফটকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

মুক্তি পেয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন,’এখন আর কিছুই বলার নেই। যে মামলায় এর আগে ৪৪৯ দিন কারাগারে ছিলাম, সেই মামলায় এবার ৬৮ দিন কারাভোগ করে বের হলাম।’

গত বছরের ২৩ নভেম্বর চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে মিলনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। একইদিন দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিউল আজমের আদালতে মিলনকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা ও একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় ৬৮ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি।

চাঁদপুর টাইমস রির্পোট
২৮ জানুয়ারি,২০১৯

Leave a Reply