Home / জাতীয় / রাজনীতি / ‘জামায়াতকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে’
জামায়াতকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে

‘জামায়াতকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, জামায়াতে ইসলামীকে সরকার রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে। শনিবার(৩০ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন হানান্ন শাহ।

আলোচনা সভায় বিএনপি সরকার জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে উল্লেখ করে হান্নান শাহ বলেন, এ সরকার বিরোধী নেতাকর্মীদের দমনে ব্যস্ত।

তারেক রহমানকে রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে জনসমর্থনহীন আওয়ামী লীগ।

জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘জাতীয় ঐক্য হয়ে গেছে’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন হান্নান শাহ।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস নির্মূলে জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিভিন্ন মহল। এর পরিপ্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সরকারের সঙ্গে ঐক্যের কথা বলেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বিএনপির সঙ্গে এ মুহূর্তে কোনো ঐক্য হবে না বলে ইঙ্গিত দেন। ঐক্য করতে হলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা। বিএনপি একে সরকারের কৌশল বা চাতুরি হিসেবে উল্লেখ করেছে।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৯:৫১ পিএম,৩০ জুলাই ২০১৬,শনিবার
এইউ

Leave a Reply