Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি কলেজে অনলাইন ক্লাস স্টুডিও উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর সরকারি কলেজে

চাঁদপুর সরকারি কলেজে অনলাইন ক্লাস স্টুডিও উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর সরকারি কলেজে অনলাইন ক্লাস স্টুডিও উদ্বোধন করা হয়েছে।

২৪ অক্টোবর,শনিবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ফিতাকেটে ও ভিডিও কনাফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উদ্বোধন পূর্বে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, চাঁদপুর পৌরসভার নবগঠিন পৌর পরিষদের মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ কাউন্সলরবৃন্দ ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।

পরে চাঁদপুর সরকরি কলেজের অনলাইন ক্লাস স্টুডিও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন, ভ‚গোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৪ অক্টোবর ২০২০