Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরের খেরুদিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড
agun-...

চাঁদপুর সদরের খেরুদিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুর সদরের উত্তরে খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর পশ্চিম পাশের বকাউল বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি বিকের সোয়া চারটায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুরের চেয়ারম্যান শামীম খান ও সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ছুটে এসে আগুন নিযন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান, বিকেল সোয়া চারটায় খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পশ্চিম পাশে অবস্থিত বকাউল বাড়ির ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় । বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীযরা প্রাথমিকভাবে জানান। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় বাড়ির অন্যান্য বসহঘরগুলোও রক্ষা পায়।

তাৎক্ষণিক চাঁদপুর উত্তরের ফায়ার এন্ড ব্রিগেডের স্টেশন মাস্টার লিটন হোসেন আগুন নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ গ্রহণ করে । ফায়ার উত্তর স্টেশনের লিটন হোসেন জানান , সোয়া চারটার দিকে টেলিফোন পাওয়ার পর পরই চাঁদপুর ফায়ার ব্রিগেড এর ডিফেন্স সার্ভিসের দু’টি ইউনিট চাঁদপুর সদরের ৬ কিলোমিটার উত্তরে ছুটে আসে এবং তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ও বাড়ির অন্যান্য বসতঘরগুলো নিরাপত্তায় কাজ করেন্ । ফায়ার ব্রিগেড এর পৌঁছার আগেই চারটি ঘর ভস্মীভূত হয়ে যায়।

Agun-2

যাদের ঘরগুলো পুড়ে গেছে তারা হলেন- খোরশেদ বকাইল ও তার পিতা মমতাজ বকাউল, দুলাল বকা্ঊল ও আলমগীর বকাউলের চারটি বসতঘরের সাথে আরও চারটি রান্নাঘর ।

ফায়ার স্টেশন মাস্টারকে প্রশ্ন করা হলে-তিনি বলেন,‘তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে- এর আগে নয় ।’

আবদুল গনি , ৩০ জানুয়ারি ২০২১