Home / জাতীয় / আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই : শিক্ষামন্ত্রী
Dr-Dipo-Moni-...
ফাইল ছবি

আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,`আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। ‘

শনিবার ৩০ জানুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ও হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন,‘আমরা আশা করেছিলাম অবস্থার কিছুটা ইতিবাচক পরিবর্তন হলে আমরা পরীক্ষাগুলো নেবো। কিন্তু যেভাবে অতি মহামারি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিপুল জনবল, শিক্ষার্থী,অভিভাবক তাদের সবার সাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা নেয়ায় একেবারে সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেই।

ডা. দিপু মনি বলেন,‘আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে। তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে। সঠিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠবে এবং তারা সুনাগরিক হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়বে তারা। সেই লক্ষ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয় নানাবিধ পরিবর্তন সূচনা করছি। আমরা একটি জাতীয় পরীক্ষা এবং মূল্যায়ন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি সেটি পরীক্ষা মূল্যায়নের বিষয়গুলো নিয়ে গবেষণা করবে। যাতে আমরা আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ অনেক বেশি পরীক্ষা নির্ভর।’

ফলাফলের বিস্তারিত তুলে ধরার পর শিক্ষামন্ত্রী বলেন,‘অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেবেন না। স্বার্থপর হিসেবে গড়ে তুলবেন না। দেশের কল্যাণে,মানুষের কল্যাণে নিয়োজিত হওয়ার শিক্ষা যদি আপনার সন্তান না পায়। মনে রাখবেন এই শিক্ষা অর্থবহ হবে না, শিক্ষার আসল উদ্দেশ্যই ব্যহত হবে।’

ঢাকা ব্যুরো চীফ , ৩০ জানুয়ারি ২০২১
এজি