Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ঝুলন্ত মৃতদেহ

চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসা থেকে তাসলিমা আক্তার নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর পৌরসভার বিপরীত পাশে আহমেদ শপিং কমপ্লেক্সের ৩য় তলা থেকে গলায় ফাঁস দেয়া লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ।

তাসলিমা আক্তার বরিশাল জেলার ঝালকাঠি থানার হাজারী খাদি গ্রামের মৃত আছলাম খানের মেয়ে। গত ১১ বছর ধরে সে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির গৃহকর্ত্রী বিউটি আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে ছিলো। আসরের নামাজের সময় রুমে গিয়ে আমি ঘুমন্ত অবস্থায় দেখেছি। রাত ৯টার সময় দরজা বন্ধ পাই। অনেক ডাকার পরেও সাড়াশব্দ না পেয়ে দরজা সিলিং ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই।

বিউটি বেগম আরো জানান, মেয়েটির বাবা মা নেই। গত ১১ বছর ধরে সে আমাদের বাড়িতে আছে। কয়েক বছর ধরে সে মানসিক রোগি। আমরা তার চিকিৎসা চলাচ্ছি। আমাদের পরিবারের একজন হয়েই সে এখানে থাকতো।

খোজ নিয়ে জানা যায়, তাসলিমা আক্তারের সাথে চাঁদপুর মতলব দক্ষিণ নায়ের গাঁও গ্রামের নাসির গাজীর বিয়ে হয়েছিলো। ১২ বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। এ দম্পতির ১ সন্তান ছিলো।

অপর দিকে মো. জাবেদ আহমেদ নিজের মালিকানাধীন আহমেদ শপিং কমপ্লেক্সের ৩য় তলায় একান্নবর্তি পরিবার নিয়ে বসবাস করতো। বর্তমানে বাড়িতে তার স্ত্রী বিউটি আহমেদ, মেয়ে ও ছেলের বউ থাকেন।

আশিক বিন রহিম